বাবর ও তার স্ত্রীর মনোনয়ন বৈধ ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) বিএনপির মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও স্বতন্ত্র প্রার্থী তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে নেত্রকোনা জেলা রিটার্নিং অফিসার ও প্রশাসক মো. সাইফুর রহমান যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এছাড়াও এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আল হেলাল তালুকদার ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মুখলেছুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। অপরদিকে কমিউনিস্ট পার্টির প্রার্থী জলি তালুকদারের মনোনয়ন স্থগিত করা হয়েছে। বিল্পবী ওয়ার্কাস পার্টির প্রার্থী চম্পা রানী সরকারের মনোনয়ন বাতিল করা হয়েছে। এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক গোলাম এরশাদুর রহমান বলেন, বাবর ভাইয়ের নামটি নেত্রকোনা-৪ আসনে জনগণের কাছে খুবই জনপ্রিয় একটি নাম। হাওরাঞ্চলের জনপ্রিয় এই নেতাকে দল মনোনয়ন দিয়েছে। আমরা বিশ্বাস করি, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে এই আসনে বিএনপির প্রার্থী আমাদের প্রিয় নেতা বিপুল ভোটে বিজয়ী হবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) বিএনপির মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও স্বতন্ত্র প্রার্থী তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে নেত্রকোনা জেলা রিটার্নিং অফিসার ও প্রশাসক মো. সাইফুর রহমান যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
এছাড়াও এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আল হেলাল তালুকদার ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মুখলেছুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। অপরদিকে কমিউনিস্ট পার্টির প্রার্থী জলি তালুকদারের মনোনয়ন স্থগিত করা হয়েছে। বিল্পবী ওয়ার্কাস পার্টির প্রার্থী চম্পা রানী সরকারের মনোনয়ন বাতিল করা হয়েছে।
এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক গোলাম এরশাদুর রহমান বলেন, বাবর ভাইয়ের নামটি নেত্রকোনা-৪ আসনে জনগণের কাছে খুবই জনপ্রিয় একটি নাম। হাওরাঞ্চলের জনপ্রিয় এই নেতাকে দল মনোনয়ন দিয়েছে। আমরা বিশ্বাস করি, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে এই আসনে বিএনপির প্রার্থী আমাদের প্রিয় নেতা বিপুল ভোটে বিজয়ী হবেন।
What's Your Reaction?