বাবর নেপাল দলেও জায়গা পাওয়ার যোগ্য না: শোয়েব মালিক

3 months ago 48

বাবর আজমের নেতৃত্বে টানা দুইটি বিশ্বকাপে চরম ব্যর্থ পাকিস্তান ক্রিকেট দল। গেল বছরের ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারেনি পাকিস্তান। এরপর সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাবরের দল।

২০০৭ সালের পর এবারই প্রথম এত দ্রুত টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর থেকে বিদায় নিতে হলো পাকিস্তানকে। এই আসরে বাবরদের হার হজম করতে হয়েছে যুক্তরাষ্ট্রের মতো দলের কাছেও। যে কারণে ক্রিকেটারদের নিয়ে খুবই বিরক্ত বর্তমান ও সাবেক তারকা ক্রিকেটাররা।

এরইমধ্যে অধিনায়ক বাবরের সমালোচনা করতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক। তিনি মনে করছেন, বাবর ভালো কোনো দলে খেলার জন্য ফিট নন। এমনকি নেপাল দলেও জায়গা পাওয়ার যোগ্য নন তিনি।

একটি টকশোতে শোয়েব মালি বলেন, ‘আমাদের সেরা খেলোয়াড় কে? আমাদের সেরা খেলোয়াড় হলেন বাবর আজম। আমি শুধু শীর্ষ ৪-৫টি দলের কথা বলছি। বাবর কি সেই দলের একাদশে জায়গা পাবে? অস্ট্রেলিয়া, ভারত বা ইংল্যান্ডের এই ফরম্যাটে? উত্তর হল না! এমনকি নেপালও বাবর আজমকে তাদের দলে নেবে না।’

এমএইচ/এএসএম

Read Entire Article