বাবর-শাদাবের ব্যাটে বিপদ কাটিয়ে লড়াকু পুঁজি পাকিস্তানের

3 months ago 48

স্বাগতিক হিসেবে দারুণ ক্রিকেট খেলছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে সিরিজ হারিয়েছে। টুর্নামেন্ট শুরুও করেছে ১৯৫ রানের বড় সংগ্রহ তাড়া করে কানাডার বিপক্ষে ৭ উইকেটের দাপুটে জয়ে।

এবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখলো দলটি। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ২৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসেছিল পাকিস্তান।

সেখান থেকে অবশ্য বাবর আজম আর শাদাব খানের ব্যাটে ঘুরে দাঁড়ায় আনপ্রেডিক্টেবলরা। বাবর ৪৩ বলে ৪৪ আর শাদাব ২৫ বলে ১ চার আর ৩ ছক্কায় খেলেন ৪০ রানের ইনিংস।

তবে শাদাব আর বাবর একই ওভারে ফিরলে ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে ফের ধুঁকছিল পাকিস্তান। তারপর ইফতিখার আহমেদের ১৪ বলে ১৮ আর শেষদিকে শাহিন শাহ আফ্রিদির ১৬ বলে ১ চার আর ২ ছক্কায় ২৩ রানে ৭ উইকেটে ১৫৯ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান।

যুক্তরাষ্ট্রের নসতুস কেনজিগে ৩০ রানে ৩টি আর সৌরভ নেত্রাভাকার ১৮ রানে নেন ২টি উইকেট।

এমএমআর/

Read Entire Article