বাবরের মুক্তিতে গৌরীপুরে আনন্দ মিছিল ও মিষ্টিমুখ

2 hours ago 5
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির পর ময়মনসিংহের গৌরীপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে স্থানীয় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে এ আনন্দ মিছিল বের হয়।  মিছিলে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে দলীয় নেতাকর্মীরা মিষ্টিমুখ ও মিষ্টি বিতরণ করেন। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আজিজ মন্ডল। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ শাহজাহান সিরাজ। এ সময় বক্তব্য দেন- ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সুজিত কুমার দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান তালুকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মোতালেব, অচিন্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জায়েদুর রহমান হিরণ, সাবেক পৌর কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া, আতাউর রহমান আতা, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি হুমায়ূন কবির, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রত্যয়, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হোসেন তারেক, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হাসান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম উদয়, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পিয়াস, অচিন্তপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওয়ালিউল্লাহ অলি প্রমুখ।
Read Entire Article