বাবা-মা ও ছোট ভাইয়ের পর আব্দুল্লাহও না ফেরার দেশে

1 month ago 10

রাজধানীর মিরপুরের একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মো. আব্দুল্লাহর (১৩) মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়ে এর আগে তার বাবা-মা ও ছোট ভাই মোহাম্মদের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালের দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহর মৃত্যু হয়।

রোববার (২৪ নভেম্বর) মিরপুর পল্লবীর একটি বাসায় ভোরের দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের পাঁচজনসহ মোট ৭ জন দগ্ধ হন।

আরও পড়ুন

স্বামীর মৃত্যুর পাঁচদিন পরে স্ত্রীও না ফেরার দেশে

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, মিরপুরের আগুনের ঘটনায় এর আগে আব্দুল খলিল, তার স্ত্রী রুমা আক্তার ও তাদের ছোট ছেলে মোহাম্মদের মৃত্যু হয়েছে। আজ সকালের দিকে তাদের বড় ছেলে আব্দুল্লাহ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরে ৩৮শতাংশই দগ্ধ ছিল। দগ্ধ স্বপ্না ও ইসমাইল চিকিৎসাধীন। এ ঘটনায় দগ্ধ স্বপ্নার স্বামী শাহজাহানকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

কাজী আল-আমিন/এসআইটি/এমএস

Read Entire Article