বাবা-মায়ের পর না ফেরার দেশে শিশু আব্দুল্লাহ

3 weeks ago 9

রাজধানীর পল্লবীতে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধের ঘটনায় খলিল-রুমা দম্পতির পর চলে গেল তাদের ১০ বছরের শিশু আব্দুল্লাহ। এ নিয়ে এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) ভোরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এর আগে ২৪ নভেম্বর দগ্ধ অবস্থায় একই পরিবারের পাঁচজনসহ সাতজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, শিশুটির শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। ২৪ নভেম্বর মিরপুরের পল্লবী থেকে দগ্ধ হয়ে সাতজন বার্ন ইনিস্টিউটের এসেছিল। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৯ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে শিশুটির মা রুমা আক্তার (৩২) ও সোমবার (২৫ নভেম্বর) তার বাবা আব্দুল খলিল মারা যান। বাকি চিকিৎসাধীন চারজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

কাজী আল-আমিন/এমএএইচ/জিকেএস

Read Entire Article