বাবা হতে চলেছেন সৌম্য সরকার

ব্যাটে-বলে নয়, জীবনের সবচেয়ে আবেগঘন ইনিংসে নামছেন সৌম্য সরকার। বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যান সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তিনি ও তার স্ত্রী প্রিয়ন্তী দেবনাথ শিগগিরই প্রথম সন্তানের প্রত্যাশায় রয়েছেন—অর্থাৎ নতুন পরিচয়ে প্রবেশ করতে যাচ্ছেন ‘বাবা’ হিসেবে। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে সৌম্য লিখেছেন, “নতুন অধ্যায় শুরু করছি।” ছবিটিতেই লুকিয়ে ছিল সুখবরের ইঙ্গিত—সৌম্যর কালো টি–শার্ট ও ক্যাপে লেখা ‘Dad’, আর স্ত্রী প্রিয়ন্তীর ক্যাপে লেখা ‘Mom’। প্রিয়ন্তীর হাতে ধরা ছিল ছোট্ট এক জোড়া শিশুর মোজা, যা স্পষ্ট করে দেয় পরিবারে নতুন অতিথি আসার বার্তা। ২০২৩ সালে দীর্ঘদিনের প্রেমিকা প্রিয়ন্তী দেবনাথকে বিয়ে করেন সৌম্য। মাঠের ক্রিকেটে কখনো উত্থান–পতনের মধ্য দিয়ে গেলেও ব্যক্তিগত জীবনে এবার তিনি সবচেয়ে আনন্দময় অধ্যায়ে পা রাখছেন। পোস্টটি দেওয়ার পরপরই সতীর্থ, ভক্ত ও ক্রিকেট–সংশ্লিষ্টরা শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দম্পতি এখন পরিবারে নতুন সদস্যের আগমনের প্রস্তুতিতে ব্যস্ত। তবে সন্তান জন্মের সম্ভাব্য সময় বা অন্য বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেননি তারা

বাবা হতে চলেছেন সৌম্য সরকার
ব্যাটে-বলে নয়, জীবনের সবচেয়ে আবেগঘন ইনিংসে নামছেন সৌম্য সরকার। বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যান সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তিনি ও তার স্ত্রী প্রিয়ন্তী দেবনাথ শিগগিরই প্রথম সন্তানের প্রত্যাশায় রয়েছেন—অর্থাৎ নতুন পরিচয়ে প্রবেশ করতে যাচ্ছেন ‘বাবা’ হিসেবে। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে সৌম্য লিখেছেন, “নতুন অধ্যায় শুরু করছি।” ছবিটিতেই লুকিয়ে ছিল সুখবরের ইঙ্গিত—সৌম্যর কালো টি–শার্ট ও ক্যাপে লেখা ‘Dad’, আর স্ত্রী প্রিয়ন্তীর ক্যাপে লেখা ‘Mom’। প্রিয়ন্তীর হাতে ধরা ছিল ছোট্ট এক জোড়া শিশুর মোজা, যা স্পষ্ট করে দেয় পরিবারে নতুন অতিথি আসার বার্তা। ২০২৩ সালে দীর্ঘদিনের প্রেমিকা প্রিয়ন্তী দেবনাথকে বিয়ে করেন সৌম্য। মাঠের ক্রিকেটে কখনো উত্থান–পতনের মধ্য দিয়ে গেলেও ব্যক্তিগত জীবনে এবার তিনি সবচেয়ে আনন্দময় অধ্যায়ে পা রাখছেন। পোস্টটি দেওয়ার পরপরই সতীর্থ, ভক্ত ও ক্রিকেট–সংশ্লিষ্টরা শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দম্পতি এখন পরিবারে নতুন সদস্যের আগমনের প্রস্তুতিতে ব্যস্ত। তবে সন্তান জন্মের সম্ভাব্য সময় বা অন্য বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেননি তারা। জাতীয় দলে নিয়মিত না থাকলেও বিপিএল ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সক্রিয় থাকা সৌম্যর জন্য এই সুখবর নিঃসন্দেহে বড় মানসিক প্রেরণা হয়ে আসবে। মাঠের বাইরে এই নতুন অধ্যায় তার জীবনে আরও পরিপক্বতা ও দায়িত্ববোধ যোগ করবে—এমনটাই মনে করছেন শুভাকাঙ্ক্ষীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow