বাবা হারালেন তারকা পেসার এবাদত হোসেন

2 hours ago 1

এশিয়া কাপ চলাকালে শ্রীলঙ্কার ক্রিকেটার দুনিথ ওয়েল্লালাগের বাবা সুরাঙ্গা ওয়েল্লালাগে হৃদ‌রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর পাওয়া যায়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে এই খবর পাওয়ার মধ্যেই বাংলাদেশি এক ক্রিকেটারকে নিয়ে এলো দুঃসংবাদ।

মারা গেছেন জাতীয় দলের তারকা পেসার এবাদত হোসেনের বাবা নিজাম উদ্দিন চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। জাতীয় ক্রিকেট লিগে সিলেট দলের ম্যানেজার আলী ওয়াশিকুজ্জামান এবাদতের বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

পেসার এবাদতের বাবা ছিলেন সাবেক বিজিবি সদস্য। দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ কিছুটা অসুস্থবোধ করলে এবাদতই তাকে নিয়ে সিলেটের হাসপাতালে নিয়ে যান। তবে তিনি হাসপাতালে পৌঁছানোর আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গণমাধ্যমকে এবাদত বলেন, ‘বাবা দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। উন্নত চিকিৎসাও চলছিল। হঠাৎ অসুস্থতা বোধ করলে আমি নিজেই তাকে নিয়ে সিলেটে ডাক্তারের কাছে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ পথেই বাবা মৃত্যুর কোলে ঢলে পড়বেন, তা কখনো কল্পনা করিনি। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’ 

Read Entire Article