সালমান খানের দীর্ঘদিনের দেহরক্ষী শেরা তার পিতা সুন্দর সিং জলিকে হারালেন বৃহস্পতিবার। ৮৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে অবশেষে তিনি প্রয়াত হন। সুন্দর সিংয়ের শেষকৃত্য অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ওশিওয়ারা শ্মশানে। শেরা জানিয়েছেন, বিকেল ৪টায় তার বাসভবন থেকে শবযাত্রা শুরু হবে। এক বিবৃতিতে শেরা বলেন,“আমার […]
The post বাবা হারালেন সালমানের দেহরক্ষী শেরা appeared first on চ্যানেল আই অনলাইন.