বাবার কবরের পাশে সমাহিত তানিন সুবহা

2 months ago 6
৮ জুন রাতেই চিকিৎসকরা জানিয়েছিলেন তাদের হাতে আর কিছু নেই। চিত্রনায়িকা তানিন সুবহার চলে যাওয়া তখন সময়ের অপেক্ষা। পারিবারিক জটিলতায় লাইফ সাপোর্ট খোলা হচ্ছিল না।  শেষ পর্যন্ত ১০ জুন লাইফ সাপোর্ট খুলে দিলে রাত ৭টা ৫৭ মিনিটে তানিনকে অফিশিয়ালি মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এরপর তানিনকে গ্রামের বাড়ি মাদারীপুরে নেওয়া হয়। পরে জানাজা শেষে সেখানকার পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে। বুধবার (১১ জুন) বাদ মাগরিব তানিন সুবহার প্রথম নামাজে জানাজা মাদারীপুরের কয়ারিয়া ঈদগাহ মাঠে এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় মোল্লার হাট বায়তুল আমান জামে মসজিদে। এরপর মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশেই তাকে সমাহিত করা হয়। ২ জুন থেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তানিনকে। ৮ জুন তার ব্রেইন কাজ করেছিল না বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। সেদিন রাতেই তাকে ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করা হয়। আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয়ে মাধ্যমে মিডিয়াতে অভিষেক ঘটে তানিন সুবহার। এরপর তিনি মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘শেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’, মুশফিকুর রহমান গুলজারের ‘আরতির পতাকা’সহ আরও বেশ কিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন।  চলচ্চিত্রে ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় তানিনের। আরও কিছু সিনেমায় অভিনয় করেছিলেন তানিন।
Read Entire Article