বাবার কোলে গুলি লেগে রিয়া গোপের মৃত্যু: ১১ মাস পর পুলিশের মামলা

2 months ago 15

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাড়ির ছাদে খেলতে গিয়ে গুলিতে ৬ বছর বয়সী রিয়া গোপের মৃত্যুর ১১ মাস পর মামলা করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন ওই থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান।

মামলার বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ বলেন, মামলায় ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলাটি ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে করার কথা ছিল, দীর্ঘ সময়েও তা না হওয়ায় পুলিশ মামলা করেছে।

গত বছরের ১৯ জুলাই বিকেলে বঙ্গবন্ধু সড়কের পাশে নয়ামাটি এলাকায় চারতলা বাসার ছাদে খেলছিল শিশু রিয়া গোপ৷ বাইরে গোলাগুলির কারণে পরিস্থিতি খারাপ দেখে কন্যাকে ছাদ থেকে নামাতে যান বাবা দীপক কুমার গোপ৷ কিন্তু কোলে নিতেই একটি গুলি এসে লাগে রিয়ার মাথায়৷ পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই শিশু৷

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো মামলা না হওয়ায় পুলিশ মামলা করেছে বলে জানিয়েছেন ওসি নাসির৷ তবে আসামির তালিকায় কারও নাম নেই৷

মোবাশ্বির শ্রাবণ/এফএ/এমএস

Read Entire Article