বাবার জন্য খাবার নিয়ে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

5 months ago 32

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে আমির হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রাম এ ঘটনা ঘটে।

নিহত আমির হোসেন ওই গ্রামের ফজল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বক্তারপুর গ্রামের পাশে হাওরের উঁচু এলাকায় ধান কাটছিলেন ফজল হক। আমির হোসেন তার বাবার জন্য দুপুরের খাবার নিয়ে যাওয়ার পথে হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, হাওরে বাবার জন্য খাবার নিয়ে যাওয়ার পথে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লিপসন আহমেদ/এমএন/এএসএম

Read Entire Article