বাবার পর এবার ছেলেকে কুপিয়ে হত্যা, কী বলছে পুলিশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় মো. জহিরুল ইসলাম জয় নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জয় (২৫) সরকার উপজেলার চৌদ্দকাউনিয়া গ্রামের মৃত জামাল সরকারের একমাত্র ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, জামাল সরকারের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে নান্নু গংয়ের বিরোধ চলছিল। বুধবার রাতে নান্নু ও বেকু হাসানের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী স্কুলসংলগ্ন এলাকায় জয়ের ওপর অতর্কিত হামলা করে। তারা ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে। পরে জয়কে গুরুতর আহত অবস্থায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উল্লেখ করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নূরে আলম জিকু জানান, জয়কে রাত ৯টার দিকে হাসপাতালে আনা হয়। ওই সময় তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষত ছিল।   পুলিশের বলছে, প্রায় এক বছর আগে একই গ্রুপের সন্ত্রাসীরা জয়ের বাবা জামাল সরকারককে নির্মমভাবে হত্যা

বাবার পর এবার ছেলেকে কুপিয়ে হত্যা, কী বলছে পুলিশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় মো. জহিরুল ইসলাম জয় নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জয় (২৫) সরকার উপজেলার চৌদ্দকাউনিয়া গ্রামের মৃত জামাল সরকারের একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামাল সরকারের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে নান্নু গংয়ের বিরোধ চলছিল। বুধবার রাতে নান্নু ও বেকু হাসানের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী স্কুলসংলগ্ন এলাকায় জয়ের ওপর অতর্কিত হামলা করে। তারা ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে। পরে জয়কে গুরুতর আহত অবস্থায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উল্লেখ করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নূরে আলম জিকু জানান, জয়কে রাত ৯টার দিকে হাসপাতালে আনা হয়। ওই সময় তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষত ছিল।
 
পুলিশের বলছে, প্রায় এক বছর আগে একই গ্রুপের সন্ত্রাসীরা জয়ের বাবা জামাল সরকারককে নির্মমভাবে হত্যা করে। 

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আলম আজাদ কালবেলাকে জানান, হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow