জয়পুরহাটের আক্কেলপুরে বাবার বাড়িতে এসে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (১৭ আগস্ট) বিকেলে পৌরসভার মানিক পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সামছুল ইসলামের মেয়ে সুরাইয়া আকতার সাম্মী (১৮) পারিবারিক কলহের কারণে গলায় ফাঁস দিয়েছেন বলে দাবি করছেন স্বজনরা। তবে তারা সুনির্দিষ্টভাবে কোনো তথ্য দিতে পারেননি।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে ঘর থেকে সাম্মী বাহিরে না আসায় তাকে ডাকতে পরিবারের লোকজন ঘরের মধ্যে প্রবেশ করেন। এ সময় তারা দেখতে পান, সিলিং ফ্যানের সাথে গলায় দঁড়ি দিয়ে সাম্মী ঝুলছেন। খবর পেয়ে পরিবারের অন্যান্য লোকজন ও এলাকাবাসী সেখানে উপস্থিত হয়ে চিৎকার করতে থাকেন। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাম্মীকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
প্রতিবেশী রেজাউল করিম জানান, গত দেড় বছর আগে ইদ্রিস আলীর ছেলে মো. রানার (২৩) সাথে প্রেমের সম্পর্কের জেরে সাম্মীর বিয়ে হয় । কিন্তু রানাকে মেনে নিতে পারেনি সাম্মীর পরিবার। তবুও গত দুই তিন মাস থেকে বাবার বাড়িতে আসা যাওয়া শুরু করেন সাম্মী। এখানে স্বজনদের সঙ্গে তার কথাকাটাকাটির তথ্য পাওয়া গেছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর ইসলাম বলেন, থানায় ইউডি মামলা হয়েছে । ওই গৃহবধূর লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর সুরাইয়া আকতার সাম্মীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।