বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষার হলে মেয়ে

1 month ago 11

নেত্রকোনার কেন্দুয়ায় বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নিয়েছেন মেয়ে। 

শনিবার (৭ ডিসেম্বর) কেন্দুয়া উপজেলায় কেন্দুয়া সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে বিএসএস ৩য় বর্ষ ইতিহাস পরীক্ষায় অংশ নেন মেয়ে ফারহানা আক্তার। তিনি উপজেলার কেন্দুয়া সরকারি কলেজ থেকে এ বছর পরীক্ষায় অংশ নিয়েছে।

এলাকাবাসী জানায়, উপজেলার চিরাং ইউনিয়নের পূর্বরায় গ্রামের বাসিন্দা আতিকুর রহমান ভূঞা (৭০) শনিবার (৭ ডিসেম্বর) ভোরে নিজ বাড়িতে মারা যান। আতিকুর রহমানের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। 

বাবাকে হারিয়ে কাঁদতে কাঁদতে পরীক্ষা দিতে যান ফারহানা। পরীক্ষা শেষ করে বাড়িতে গিয়ে দেখেন বাবার দাফনের কাজ শেষ হয়েছে।

পরীক্ষায় অংশ নেওয়ার আগে ফারহানা আক্তার জানান, বাবা তাকে অনেক ভালোবাসত। বাবা চাইত, তিনি যেন পড়ালেখা করে অনেক বড় হয়। বাবার ভালোবাসা এবং স্বপ্নের জন্যই তার এ পরীক্ষা দেওয়া।

পরীক্ষায় দায়িত্বরত কেন্দ্র সচিব অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, বাবাকে হারানো যে কোনো সন্তানের জন্য খুবই কষ্টদায়ক। এরপরও ফারহানা বাবা হারানোর কষ্ট নিয়ে পরীক্ষা দিচ্ছে। আমরা তার পরীক্ষার সময় যতটা সহযোগিতা দরকার করেছি এবং মানসিকভাবে সাহস দিয়েছি।

Read Entire Article