বাবার মৃত্যুর ৪৮ ঘণ্টা পর না ফেরার দেশে ছেলে
চট্টগ্রামের মিরসরাইয়ে বাবার শোকে ৪৮ ঘণ্টা পর মারা গেল ছেলেও। বাবা-ছেলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর ফরফরিয়া এলাকার মুহুরী বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত ইমাম হোসেনের (১৭) সরকারহাট নজরআলী রূপজান উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী। জানা গেছে, গত রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে ওয়াহেদপুর ইউনিয়নের ফরফরিয়া এলাকার হতদরিদ্র রিকশাচালক নুরুল আবছার মারা যান। এর আগে আরও দুবার স্ট্রোক করেন তিনি। বাবা মারা যাওয়ায় শোকে ভেঙে পড়ে নুরুল আবছারের ছোট ছেলে ইমাম হোসেন (১৭)। মঙ্গলবার সন্ধ্যায় তার বুকে ব্যথা উঠায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দা মো. নুর উদ্দিন জানান, হতদরিদ্র রিকশাচালক নুরুল আবছার রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ৫ সদস্যের পরিবার চলত তার উপার্জিত আয় দিয়ে। এক মেয়ে বিয়ে দিয়েছেন। দুই ছেলে স্কুলে পড়াশোনা করে। তিনি দুবার হার্ট অ্যাটাক করেন। কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারেননি। গত রোববার তিনি মারা যান। বাবা মারা যাওয়ার দুদিন পর ছোট ছেলে ইমাম হোস
চট্টগ্রামের মিরসরাইয়ে বাবার শোকে ৪৮ ঘণ্টা পর মারা গেল ছেলেও। বাবা-ছেলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর ফরফরিয়া এলাকার মুহুরী বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত ইমাম হোসেনের (১৭) সরকারহাট নজরআলী রূপজান উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, গত রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে ওয়াহেদপুর ইউনিয়নের ফরফরিয়া এলাকার হতদরিদ্র রিকশাচালক নুরুল আবছার মারা যান। এর আগে আরও দুবার স্ট্রোক করেন তিনি। বাবা মারা যাওয়ায় শোকে ভেঙে পড়ে নুরুল আবছারের ছোট ছেলে ইমাম হোসেন (১৭)। মঙ্গলবার সন্ধ্যায় তার বুকে ব্যথা উঠায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা মো. নুর উদ্দিন জানান, হতদরিদ্র রিকশাচালক নুরুল আবছার রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ৫ সদস্যের পরিবার চলত তার উপার্জিত আয় দিয়ে। এক মেয়ে বিয়ে দিয়েছেন। দুই ছেলে স্কুলে পড়াশোনা করে। তিনি দুবার হার্ট অ্যাটাক করেন। কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারেননি। গত রোববার তিনি মারা যান। বাবা মারা যাওয়ার দুদিন পর ছোট ছেলে ইমাম হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে বুজর্গ উমেদ নগর জামে মসজিদের সামনে ইমাম হোসেনের জানাজা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম বলেন, বাবার মৃত্যুর দুইদিনের মাথায় ছেলের মৃত্যু খুবই হৃদয়বিদারক৷ শুনে খুবই খারাপ লাগছে। আল্লাহ ওই পরিবারকে শোক সইবার শক্তি দিন।
What's Your Reaction?