বাবাহীন জীবনের শূন্যতা

বাবা শব্দটি শুধুই একটি সম্বোধন নয়;বাবা মানে নিরাপত্তা, আশ্রয়, নির্ভরতা আর নিঃশর্ত ভালোবাসা। জীবন থেকে বাবাকে হারিয়ে ফেলা মানে, সন্তানের বুকটা হঠাৎ করেই শূন্য হয়ে যাওয়াএকটা অপূরণীয় খালি জায়গা তৈরি হওয়া, যা কোনো কিছু দিয়েই পূরণ করা যায় না। যাদের বাবা এখনো জীবিত আছেন, তারা সত্যিই ভাগ্যবান।বাবারা কখনো কারণ ছাড়াই রাগ করেন, বকা দেন,আবার ঠিকই আদর করে কাছে টেনে নেন,ভালোবাসায় জড়িয়ে ধরেন সন্তানের ক্লান্ত মন। কিছু হলেই বলেনএটা এমন করলে কেন?ওভাবে করো, এভাবে করো। এই শাসনের মধ্যেও লুকিয়ে থাকে অসীম মমতা ও দায়িত্ববোধ। কিন্তু আমার ভাগ্যে এসব আর নেই।মনে পড়ে না, কবে বাবার মুখ থেকে এমন কথা শেষবার শুনেছি। খুব ছোট বয়সেই বাবাকে হারিয়েছি।বাবার সঙ্গে কোনো স্মৃতি নেই বললেই চলে। বাবা কেমন ছিলেনকেমন ছিল তার আদর,কেমন ছিল তার শাসন,রাগ করলে কীভাবে বকতেন এই প্রশ্নগুলোর কোনো উত্তর আমার জানা নেই।তবুও বাবাকে ভীষণ মিস করি।যাকে ঠিকভাবে চিনতেই পারিনি,তাকেই সবচেয়ে বেশি মনে পড়ে।যাদের বাবা-মা এখনো জীবিত আছেন,সবার কাছে বিনীত অনুরোধ তাদের যত্ন নিন, সম্মান করুন, ভালোবাসুন।কারণ বাবা-মাকে হারানোর পরইমানুষ বুঝতে শেখে বাবাহীন জীবন ক

বাবাহীন জীবনের শূন্যতা

বাবা শব্দটি শুধুই একটি সম্বোধন নয়;
বাবা মানে নিরাপত্তা, আশ্রয়, নির্ভরতা আর নিঃশর্ত ভালোবাসা।

জীবন থেকে বাবাকে হারিয়ে ফেলা মানে, সন্তানের বুকটা হঠাৎ করেই শূন্য হয়ে যাওয়া
একটা অপূরণীয় খালি জায়গা তৈরি হওয়া, যা কোনো কিছু দিয়েই পূরণ করা যায় না।

যাদের বাবা এখনো জীবিত আছেন, তারা সত্যিই ভাগ্যবান।
বাবারা কখনো কারণ ছাড়াই রাগ করেন, বকা দেন,
আবার ঠিকই আদর করে কাছে টেনে নেন,
ভালোবাসায় জড়িয়ে ধরেন সন্তানের ক্লান্ত মন।

কিছু হলেই বলেন
এটা এমন করলে কেন?
ওভাবে করো, এভাবে করো।

এই শাসনের মধ্যেও লুকিয়ে থাকে অসীম মমতা ও দায়িত্ববোধ।

কিন্তু আমার ভাগ্যে এসব আর নেই।
মনে পড়ে না, কবে বাবার মুখ থেকে এমন কথা শেষবার শুনেছি। খুব ছোট বয়সেই বাবাকে হারিয়েছি।
বাবার সঙ্গে কোনো স্মৃতি নেই বললেই চলে।

বাবা কেমন ছিলেন
কেমন ছিল তার আদর,
কেমন ছিল তার শাসন,
রাগ করলে কীভাবে বকতেন

এই প্রশ্নগুলোর কোনো উত্তর আমার জানা নেই।
তবুও বাবাকে ভীষণ মিস করি।
যাকে ঠিকভাবে চিনতেই পারিনি,
তাকেই সবচেয়ে বেশি মনে পড়ে।
যাদের বাবা-মা এখনো জীবিত আছেন,
সবার কাছে বিনীত অনুরোধ

তাদের যত্ন নিন, সম্মান করুন, ভালোবাসুন।
কারণ বাবা-মাকে হারানোর পরই
মানুষ বুঝতে শেখে

বাবাহীন জীবন কতটা কঠিন,
কতটা শূন্যতায় ভরা।

এমআরএম/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow