বামপন্থিদের হল কমিটির সময় আপত্তি ওঠেনি কেন,‌ প্রশ্ন ফরহাদের 

1 month ago 10

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বামপন্থি ছাত্র সংগঠনগুলোর হলভিত্তিক কমিটি নিয়ে আগে কোনো আপত্তি ওঠেনি, অথচ বর্তমানে অন্য দলের কমিটি নিয়ে বিরোধিতা করা হচ্ছে—এমন প্রশ্ন তুলেছেন ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখার সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।

শনিবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ প্রশ্ন তোলেন তিনি।

ফরহাদ বলেন, শিবির দীর্ঘদিন ধরে বলে আসছে, হলে রাজনীতি না হোক। আমরা চাই, হলের বাইরে শিক্ষার্থীরা স্বেচ্ছায় রাজনীতি করুক। অথচ বাম সংগঠনগুলো হলে কমিটি গঠন করলেও কেউ প্রশ্ন তোলে না, এখন কেন?

তিনি দাবি করেন, শিবির হল এলাকায় কোনো রাজনৈতিক কর্মসূচি চালায় না। ফরহাদ বলেন, ‘হলে আমাদের কোনো দলীয় কর্মসূচি নেই। আমরা শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করি।’

তিনি বলেন, কেউ বাইরে থেকে উদ্দেশ্যপ্রণোদিত বা মনগড়া প্রস্তাবনা দিয়ে শিবিরকে দিক নির্ধারণ করতে পারে না। শিবির চলে নিজস্ব দলীয় নীতির ভিত্তিতে।

এর আগে চলতি বছরের মে মাসের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখায় প্রকাশ্যে কমিটি ঘোষণা করে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাবি শাখা। যদিও এ কমিটি ঘোষণার পর কোনো ছাত্রসংগঠন প্রতিক্রিয়া দেখায়নি। তবে গতকাল ঢাবির ১৮টি হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর শুরু হয় বিক্ষোভ-সমালোচনা।

Read Entire Article