বায়ুদূষণ রোধে অভিযান, ১৮ ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা

16 hours ago 3

বায়ুদূষণ রোধে দেশের বিভিন্ন জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ মন্ত্রণালয় ও অধিদপ্তর। অভিযানে ১৮টি অবৈধ ইটভাটাকে ৪৬ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে চারটি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। আরও চারটি ইটভাটা বন্ধের নির্দেশ হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়টি। এতে জানানো হয়, ১৮টি অবৈধ ইটভাটাকে ৪৬ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে চারটি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। আরও চারটি ইটভাটা বন্ধের নির্দেশ হয়েছে।

এছাড়া অবৈধ পলিথিনের বিরুদ্ধে রংপুর, পিরোজপুর ও ঢাকার কারওয়ান বাজারে তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে চারটি মামলায় ৩ লাখ ৯ হাজার টাকা জরিমানা আদায় এবং ১১ হাজার ২৬৭ কেজি পলিথিন জব্দ করা হয়।

বায়ুদূষণ রোধে অভিযান, ১৮ ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা

ঢাকা মহানগরে যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। এতে ৯টি যানবাহনের চালককে ২০ হাজার টাকা জরিমানা ও কয়েকজন চালককে সতর্ক করা হয়।

ঢাকা মহানগরের পল্টন ও পশ্চিম আগারগাঁওয়ে খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রাখায় ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। কয়েকজনকে সতর্ক করা হয়।

পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদফতর জানিয়েছে।

আরএএস/এমএএইচ/এমএস

Read Entire Article