বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন ২০২৫ উদযাপন

সৃজনশীলতা ও নান্দনিকতার শ্রেষ্ঠত্ব উদ্‌যাপনে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড আয়োজন করছে ‘বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন ২০২৫’-এর দ্বিতীয় আসর। দেশের প্রখ্যাত স্থপতিদের উপস্থিতি এই উদ্যোগকে দিয়েছে সম্মানজনক মর্যাদা। এ আসরে উপদেষ্টা হিসেবে ছিলেন স্থপতি জালাল আহমেদ (এফআইএবি, এফকেআইএ) এবং জুরি চেয়ারের দায়িত্ব পালন করবেন স্থপতি মো. এহসান খান।  প্যানেলের অন্য সদস্যরা হলেন স্থপতি তানিয়া করিম, স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার, স্থপতি মোহাম্মদ ইমরান হোসেন এবং বিশিষ্ট শিল্পী ঢালী আল মামুন।  বিএআইডি ২০২৫-এ থাকছে দুটি বিভাগ : পেশাদার ও শৌখিন। নির্বাচিত ছয়জন বিজয়ীকে অসাধারণ কাজের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হবে ১ লাখ টাকা, একটি সনদপত্র এবং একটি ট্রফি। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ও পরিচালক মো. মহসিন হাবিব চৌধুরী বলেন, বিএআইডি ২০২৫ শুধু একটি পুরস্কার নয়, এটি বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্পকে এগিয়ে নেওয়ার একটি অনুপ্রেরণামূলক পদক্ষেপ। উদ্ভাবনী প্রকল্পগুলোকে স্বীকৃতি দিয়ে এবং সৃজনশীল সমাধানকে উৎসাহিত করে আমরা চাই ডিজাইনাররা বৈশ্বিক মান, টেকসই উপকরণ এবং আধু

বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন ২০২৫ উদযাপন

সৃজনশীলতা ও নান্দনিকতার শ্রেষ্ঠত্ব উদ্‌যাপনে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড আয়োজন করছে ‘বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন ২০২৫’-এর দ্বিতীয় আসর। দেশের প্রখ্যাত স্থপতিদের উপস্থিতি এই উদ্যোগকে দিয়েছে সম্মানজনক মর্যাদা।

এ আসরে উপদেষ্টা হিসেবে ছিলেন স্থপতি জালাল আহমেদ (এফআইএবি, এফকেআইএ) এবং জুরি চেয়ারের দায়িত্ব পালন করবেন স্থপতি মো. এহসান খান। 

প্যানেলের অন্য সদস্যরা হলেন স্থপতি তানিয়া করিম, স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার, স্থপতি মোহাম্মদ ইমরান হোসেন এবং বিশিষ্ট শিল্পী ঢালী আল মামুন। 

বিএআইডি ২০২৫-এ থাকছে দুটি বিভাগ : পেশাদার ও শৌখিন। নির্বাচিত ছয়জন বিজয়ীকে অসাধারণ কাজের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হবে ১ লাখ টাকা, একটি সনদপত্র এবং একটি ট্রফি।

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ও পরিচালক মো. মহসিন হাবিব চৌধুরী বলেন, বিএআইডি ২০২৫ শুধু একটি পুরস্কার নয়, এটি বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্পকে এগিয়ে নেওয়ার একটি অনুপ্রেরণামূলক পদক্ষেপ। উদ্ভাবনী প্রকল্পগুলোকে স্বীকৃতি দিয়ে এবং সৃজনশীল সমাধানকে উৎসাহিত করে আমরা চাই ডিজাইনাররা বৈশ্বিক মান, টেকসই উপকরণ এবং আধুনিক নান্দনিকতা গ্রহণে অনুপ্রাণিত হোক।

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সবসময় স্থাপত্য ও ইন্টেরিয়র ডিজাইন শিল্পের মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করে আসছে। এই ধারাবাহিক প্রচেষ্টা দেশের স্থাপত্য ও ইন্টেরিয়র ডিজাইন শিল্পের টেকসই ও উদ্ভাবনী ভবিষ্যৎ নির্মাণে সহায়ক। এই অ্যাওয়ার্ড প্রোগ্রাম নিয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন বার্জার পেইন্টস বাংলাদেশের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow