আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পর্দা উঠছে ৭৫তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। জার্মানির টম টাইকওয়ার পরিচালিত ‘দ্য লাইট’ এবারের উদ্বোধনী চলচ্চিত্র। ১৫০টিরও বেশি দেশের অতিথি এই আয়োজনে অংশ নেবেন। এ আসরে ‘স্বর্ণভালুক’ পুরস্কারের জন্য মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ১৯টি চলচ্চিত্র।
ইউরোপের কান, ভেনিস চলচ্চিত্র উৎসবের মতোই বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব... বিস্তারিত