এল ক্ল্যাসিকো মানেই ফুটবলের শিহরণ জাগানো লড়াই। কিন্তু গত মৌসুমের এল ক্ল্যাসিকোর লড়াই ছিল একপক্ষীয়। সবগুলোতে আধিপত্য নিয়ে জিতেছিল বার্সেলোনা। এবার তেমন হওয়ার সম্ভাবনা কম। কারণ, লা লিগায় এবার রিয়াল মাদ্রিদ দাপট দেখাচ্ছে। রোববার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা একে অপরের মুখোমুখি হবে।
ম্যাচের আগে এক লাইভ স্ট্রিমিংয়ে বার্সার তরুণ তারকা ইয়ামাল দাবি করেন, ‘রিয়াল মাদ্রিদ চুরি করে আর অভিযোগ করে’। সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হয় রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোকে।
তিনি বলেন, ‘এটা এল ক্লাসিকো, বিশেষ একটা ম্যাচ। এই ম্যাচের উত্তাপ অনেক বছর ধরে চলে আসছে সামনেও থাকবে। এই মৌসুমে এটাই প্রথম। আমরা চাই এই ম্যাচের সবটুকু উপভোগ করতে। বার্সেলোনার অনেকেই অনেক কিছু বলবে, সেগুলোতে নজর দিতে চাই না। মাঠে পারফর্ম করে প্রমাণ করতে হবে। নিজেদের সেরাটা দিয়ে মৌসুমের প্রথম এল ক্লাসিকো জয়ের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে চাই।’
শেষ ছয় এল ক্ল্যাসিকোর পাঁচটিতেই জিতেছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ শেষবার এল ক্ল্যাসিকো জিতেছিল ২০২৪ সালের এপ্রিলে। লা লিগার সেই ম্যাচের ফল ছিল ৩-২। এরপর যে পাঁচটি এল ক্ল্যাসিকো হয়েছে তার প্রতিটিতে জিতেছে বার্সেলোনা।
বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিকের জন্য আর চিন্তার খবর হলো, চোটের কারণে খেলতে পারছেন না হোয়ান গার্সিয়া, রবার্ট লেভানডোভস্কি, গাভি ও দানি ওলমোর মতো খেলোয়াড়রা। তাছাড়া ডাগআউটে আজ ফ্লিককে দেখা যাবে না। থাকবেন সহকারী কোচ মার্কো জরগেস। তিনি ক্ল্যাসিকো নিয়ে বলেন, ‘আমরা ম্যাচ ভালোভাবে পর্যালোচনা করেছি। হারলে তা থেকে আপনি শিখতে পারবেন। এখন আমাদের হাতে সমাধান আছে। খেলোয়াড়রা এখন বল হারায় না বললেই চলে।’

2 hours ago
8









English (US) ·