বার্সায় ফেরার প্রস্তাব ফিরিয়ে গার্দিওলা বললেন, ‘দরজা বন্ধ’

3 months ago 50

জাভি হার্নান্দেজের বিদায়ের সঙ্গে সঙ্গেই নতুন কোচ নিয়োগ দিয়েছে বার্সেলোনা। সাবেক বায়ার্ন মিউনিখ কোচ হান্সি ফ্লিকই আগামী মৌসুমে কাতালানদের ডাগআউট সামলাবেন। এরই মধ্যে আলোচনার তুঙ্গে- ভবিষ্যতে কী বার্সায় ফিরতে পারেন পেপ গার্দিওলা?

বিশেষত, ম্যানচেস্টার সিটিতেও খুব বেশিদিন নেই গার্দিওলা- নিজেই তিনি এ কথা জানিয়েছিলেন সদ্য সমাপ্ত মৌসুম শেষেই। বলেছিলেন, হয়তো আর এক মৌসুম তিনি সিটির ব্যাকরুম সামলাবেন। এরপর কোথায় যাবেন এই স্প্যানিশ কোচ? বার্সায় ফেরার গুঞ্জনটা মূলত এ কারণেই সৃষ্টি হয়েছে।

২০২৫ সালেই সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে গার্দিওলার। ভবিষ্যতে কোনো এক সময় কী বার্সায় ফেরার সম্ভাবনা আছে? এমন প্রশ্ন করা হয় গার্দিওলার কাছে। জবাবে তিনি সে সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিয়ে বলেন, ‘এটা এমন এক দরজা, যেটা বন্ধ হয়ে গেছে।’

মাত্র ৪ বছরে বার্সেলোনাকে ১৪টি ট্রফি জিতিয়েছিলেন গার্দিওলা। সম্প্রতি স্পেনের জিরোনায় লিজেন্ডস কাপ গলফ টুর্নামেন্টে অংশ নিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পেপ গার্দিওলা। সেখানেই বার্সায় ফেরা না ফেরা নিয়ে কথা বলেন গার্দিওলা।

বার্সায় না ফেরার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘বার্সেলোনার বেঞ্চ সবচেয়ে জটিল এবং কঠিন বেঞ্চগুলোর অন্যতম। যেখানে আপনাকে দল পরিচালনার পাশাপাশি আরও অনেক কিছু পরিচালনা করতে হয়। ম্যানসিটিতে আমরা যা করি, সবই ভেতরে। বাইরে আসার সুযোগ নেই। কিন্তু বার্সায় যা করি, তার সবই বাইরে চলে আসে।’

আইএইচএস/

Read Entire Article