বার্সায় মেসির ১০ নম্বর জার্সি পাচ্ছেন ইয়ামাল!

3 months ago 12
১৭ বছর বয়সেই ফুটবল দুনিয়া কাঁপাচ্ছেন স্প্যানিশ জায়ান্ট বার্সার তরুণ সেনসেশন লামিন ইয়ামাল। বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে সম্ভাবনাময় তরুণদের একজন ইয়ামাল এবার পেতে চলেছেন ক্লাবের সবচেয়ে মর্যাদাসম্পন্ন জার্সি—লিওনেল মেসির ঐতিহাসিক নম্বর ১০। লা মাসিয়া থেকে উঠে আসা ইয়ামালের সঙ্গে নতুন দীর্ঘমেয়াদী চুক্তি করতে যাচ্ছে বার্সা, যা কার্যকর হবে তার ১৮ বছর পূর্ণ হওয়ার পর। এই চুক্তিতে রাখা হচ্ছে এক বিশাল অঙ্কের রিলিজ ক্লজ—১ বিলিয়ন ইউরো! বার্সার উদ্দেশ্য পরিষ্কার: নেইমারের মতো ঘটনা আর নয়। এছাড়াও মেসি, রোনালদিনহো, রিভালদোর মতো কিংবদন্তিদের উত্তরসূরি হয়ে ১০ নম্বর জার্সির ভার কাঁধে তুলতে যাচ্ছেন ইয়ামাল। এর আগে এই নম্বর ছিল আনসু ফাতির দখলে, যিনি চোটে পড়ায় ধীরে ধীরে মূল দল থেকে সরে পড়েছেন এবং গ্রীষ্মে ক্লাব ছাড়ার সম্ভাবনা রয়েছে। এই মৌসুমে বার্সার ঘরোয়া ট্রেবল জয়ে বড় ভূমিকা রেখেছেন ইয়ামাল। কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে তিনি হয়ে উঠেছেন বিশ্বের সেরা তরুণ ফুটবলারদের একজন। অনেকেই তাকে ২০২৫ সালের ব্যালন ডি’অর এর শীর্ষ প্রার্থী হিসেবেও দেখছেন। বর্তমানে তিনি যে ১৯ নম্বর জার্সি পরছেন, সেটিই একসময় পরতেন তরুণ লিওনেল মেসি। মেসি ২০০৮ সালে পেয়েছিলেন ১০ নম্বর, আর এখন সেই একই পথ ধরে এগোচ্ছেন ইয়ামাল। বার্সা এ বছর ক্লাব বিশ্বকাপে খেলবে না—যার ফলে ইয়ামালকে কিছুটা বিশ্রাম দেওয়া যাবে। গত দুই মৌসুমে তার মাঠে থাকা সময় প্রায় ৮,৬০০ মিনিট! এত অল্প বয়সে এত বড় দায়িত্ব সামলে ব্যালন ডি’অর জয় কি এবার তার ভাগ্যে লেখা? বার্সা সমর্থকরা নিশ্চয়ই আজ থেকে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে—মেসির ছায়া নয়, এবার জন্ম নিচ্ছে নতুন এক আলো, নাম লামিন ইয়ামাল।
Read Entire Article