বালা-মুসিবত দূর করতে শিন্নি বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বালা-মুসিবত দূর করতে শত বছরের পুরোনো ঐতিহ্য গাওয়ালা শিন্নি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কুইয়া পানিয়া গ্রামে এ আয়োজন করা হয়।
গ্রামের লোকজন জানান, আগেকার দিনের মুরব্বিরা বালা-মসিবত দূর করতে এই শিন্নির আয়োজন করতেন। তারই ধারাবাহিকতায় পুরোনো সেই ঐতিহ্যকে ধরে রাখতে এবং বালা-মুসিবত দূর করতে গ্ৰামের সবার সহযোগিতায় ও যুবকদের উদ্যোগে প্রতিবছর এই গাওয়ালা শিন্নির আয়োজন করা হয়।
সকাল ১০টা থেকে শুরু হয়ে সারাদিন চলে এই শিন্নি রান্নার কাজ। এই শিন্নি নিতে শিশু, কিশোর এমনকি মধ্যবয়সীরাও থালা, বাসন, জগ নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করে। রান্না শেষে মিলাদ ও দোয়ার পর উপস্থিত মুরব্বিদের খেতে দেওয়া হয়। এছাড়াও নাম ডেকে ডেকে গ্রামের প্রতিটি পরিবারের সদস্যদের মাঝে শিন্নি বিলিয়ে দেওয়া হয়। কলা পাতায় করে পশুপাখিকেও খেতে দেওয়া হয় এই শিন্নি।