বালিতে শুয়ে উষ্ণতা ছড়ালেন মিম

কাজের ফাঁকে একটু ফুরসত পেলেই দেশ-বিদেশে উড়াল দেন ঢালিউড চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ভ্রমণের প্রতি তার এই অদম্য টান দেখে ভক্তরা ভালোবেসে তাকে ডাকেন ‘ভ্রমণকন্যা’। এবারও তার ব্যতিক্রম ঘটল না। হাড়কাঁপানো শীতের আমেজে উষ্ণতা খুঁজতে তিনি পাড়ি জমিয়েছেন নীল জলরাশির দেশ মালদ্বীপে। আর সেখান থেকেই একের পর এক খোলামেলা ও আবেদনময়ী ছবি শেয়ার করে ভক্তদের হৃদয়ে ঝড় তুলছেন এই সুন্দরী। সৈকতে লাস্যময়ী ছুটির মেজাজে থাকা মিম নিজের ফেসবুক অ্যাকাউন্টে মালদ্বীপ ভ্রমণের নানা মুহূর্তের ছবি প্রকাশ করছেন। গত বৃহস্পতিবার লাল রঙের খোলামেলা পোশাকে সমুদ্রের পাশে কাঠের ডেকে দাঁড়িয়ে ভক্তদের নজর কেড়েছিলেন তিনি। তবে চমকের তখনো বাকি ছিল। পরদিন তিনি ধরা দিলেন আরও সাহসী ও গ্ল্যামারাস রূপে। নতুন প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, সমুদ্রের পাড়ে বালির ওপর সাদা রঙের ব্রালেট ও প্যান্ট পরে শুয়ে আছেন মিম, পেছনে দৃশ্যমান বিলাসবহুল ওয়াটার ভিলা। আরেকটি ছবিতে দেখা যায়, সমুদ্রের দিকে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন তিনি, যা তার ভ্রমণের বাঁধভাঙা আনন্দকেই ফুটিয়ে তুলছে। তার এই ছবিগুলো ভক্তমহলে বেশ সাড়া ফেলেছে এবং বরাবরের মতোই তিনি ভাসছে

বালিতে শুয়ে উষ্ণতা ছড়ালেন মিম
কাজের ফাঁকে একটু ফুরসত পেলেই দেশ-বিদেশে উড়াল দেন ঢালিউড চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ভ্রমণের প্রতি তার এই অদম্য টান দেখে ভক্তরা ভালোবেসে তাকে ডাকেন ‘ভ্রমণকন্যা’। এবারও তার ব্যতিক্রম ঘটল না। হাড়কাঁপানো শীতের আমেজে উষ্ণতা খুঁজতে তিনি পাড়ি জমিয়েছেন নীল জলরাশির দেশ মালদ্বীপে। আর সেখান থেকেই একের পর এক খোলামেলা ও আবেদনময়ী ছবি শেয়ার করে ভক্তদের হৃদয়ে ঝড় তুলছেন এই সুন্দরী। সৈকতে লাস্যময়ী ছুটির মেজাজে থাকা মিম নিজের ফেসবুক অ্যাকাউন্টে মালদ্বীপ ভ্রমণের নানা মুহূর্তের ছবি প্রকাশ করছেন। গত বৃহস্পতিবার লাল রঙের খোলামেলা পোশাকে সমুদ্রের পাশে কাঠের ডেকে দাঁড়িয়ে ভক্তদের নজর কেড়েছিলেন তিনি। তবে চমকের তখনো বাকি ছিল। পরদিন তিনি ধরা দিলেন আরও সাহসী ও গ্ল্যামারাস রূপে। নতুন প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, সমুদ্রের পাড়ে বালির ওপর সাদা রঙের ব্রালেট ও প্যান্ট পরে শুয়ে আছেন মিম, পেছনে দৃশ্যমান বিলাসবহুল ওয়াটার ভিলা। আরেকটি ছবিতে দেখা যায়, সমুদ্রের দিকে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন তিনি, যা তার ভ্রমণের বাঁধভাঙা আনন্দকেই ফুটিয়ে তুলছে। তার এই ছবিগুলো ভক্তমহলে বেশ সাড়া ফেলেছে এবং বরাবরের মতোই তিনি ভাসছেন প্রশংসা আর মুগ্ধতায়। শুভ-মিম জুটির হ্যাটট্রিক ব্যক্তিগত ভ্রমণের এই আনন্দ শেষে মিম ফিরছেন পুরোদস্তুর কাজে। জানা গেছে, জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর বিপরীতে একটি নতুন সিনেমার কাজ শুরু করেছেন তিনি। এর মাধ্যমে তৃতীয়বারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন শুভ ও মিম। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে ইতোমধ্যে এক সপ্তাহ ধরে সিনেমাটির শুটিং চলছে। ভ্রমণকন্যার এই নতুন লুক আর ঈদের সিনেমার খবরে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow