বালিশ চাপা দিয়ে স্ত্রী হত্যার অভিযোগে আটক স্বামী

3 weeks ago 18

সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার (১ ডিসেম্বর) সকালে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমাদবাদ গ্রামে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত স্বামী সাইদী চৌধুরীকে (২১) আটক করে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের মতামত না নিয়ে ৬ মাস আগে ভালোবেসে একই ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আছান নবীর মেয়ে রাকিবাকে বিয়ে করেন আহমদাবাদ গ্রামের আকলুস মিয়া চৌধুরীর ছেলে সাইদী চৌধুরী। বিয়ের পর দাম্পত্য জীবন কিছু দিন ভালো চললেও পারিবারিক নানা বিষয় নিয়ে সাইদী-রাকিবার মধ্যে অসন্তোষ দেখা দেয়। 

রোববার সকালেও তাদের মাঝে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে সাইদী চৌধুরী ক্ষুব্ধ হয়ে  রাকিবাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন। এ সময় প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে সাইদীকে আটক করে পুলিশকে খবর দিয়ে তাদের কাছে সোপর্দ করেন।  

পুলিশ পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে রোববার সন্ধ্যায় গ্রামের বাড়িতে লাশ দাফন করা হয় । 

রাকিবার মা আয়বানু বলেন, প্রায় সময় পরিবারের তুচ্ছ বিষয় নিয়ে আমার মেয়েকে নির্যাতন করতো জামাই ও তার পরিবারের সদস্যরা। রোববার সকালেও আমার মেয়েকে নির্যাতন করা হয়েছে। ফোনে সে আমাদের কান্নাকাটি করে এসব বলেছে। আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। 

সুনামগঞ্জ সদর থানার ওসি মো. নাজমুল হক বলেন, স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে সাইদী চৌধুরী নামের এই যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। নিহতের পরিবার মামলা দায়ের করলে তার বিরুদ্ধে  পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Read Entire Article