বালু উত্তোলনে বাধা দেওয়ায় হাতবোমা নিক্ষেপ, আহত ৩

1 month ago 19

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্থানীয়দের ওপর হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে এক গৃহবধূসহ আহত হয়েছেন ৩ জন।

রোববার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামের হবি মালের স্ত্রী চম্পা বেগম (৪০), একই গ্রামের কুট্টি শিকদারের ছেলে সেলিম শিকদার (২৬) ও হাতেম মালের ছেলে আব্দুল মাল (৬০)।

স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, আড়িয়াল খাঁ নদের সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছেন স্থানীয় আলম হাওলাদার, পাপ্পু হাওলাদারসহ প্রভাবশালী চক্র। রোববার রাতেও কয়েকটি ড্রেজার মেশিন বসিয়ে সেখানে বালু উত্তোলন শুরু করেন তারা। নদের পাড়ের লোকজন বাধা দিলে তাদের ওপর হাতবোমা নিক্ষেপ করে চক্রটি। এতে তিনজন আহত হন। তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে গৃহবধূ চম্পা বেগমের অবস্থা গুরুতর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, আড়িয়াল খাঁ নদে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দিনে ও রাতে আলাদা অভিযান চালাচ্ছে প্রশাসন। এরইমধ্যে বেশ কয়েকজনকে জেল-জরিমানা করা হয়েছে। এছাড়া বেশকিছু ড্রেজার মেশিনও জব্দ করা হয়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/জিকেএস

Read Entire Article