বালু-পাথর নিয়ে সিলেট জেলা প্রসাশনের নতুন নির্দেশনা

3 hours ago 2

সিলেটে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক মো. সারোওয়ার আলম। প্রাকৃতিক বিপর্যয়সহ পর্যটন সম্ভাবনাময় এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দেওয়ায় এ ঘোষণা দেওয়া হয়।

বুধবার (২৭ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) এ নির্দেশনা জারি করে জেলা প্রশাসন।

নির্দেশনায় বলা হয়, ‌সাম্প্রতিক সময়ে সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনাময় এলাকা হতে কতিপয় ব্যক্তি অবৈধভাবে বালু পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন, লুণ্ঠন ও পাচারের সঙ্গে জড়িত রয়েছেন এবং যেহেতু প্রাকৃতিক বিপর্যয়সহ পর্যটন সম্ভাবনাময় এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, সেহেতু সিলেট জেলায় অবৈধভাবে বালু, পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন সম্পূর্ণ রূপে নিষিদ্ধ ঘোষণা করা হলো। 

আদেশ অমান্য করে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয়কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আদেশে বলা হয়েছে। এ আদেশ সরকারি আদেশ হিসেবে গণ্য হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে বুধবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্র ও রেলওয়ে বাংকার এলাকায় অবৈধ পাথর উত্তোলনের ঘটনায় গণশুনানি করেছে মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। অপর দিকে, সাদাপাথর চুরি ও লুটপাটের ঘটনায় জড়িত ৫০ জনের খোঁজে এবার তদন্তে নেমেছে সিআইডি।

Read Entire Article