বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

2 months ago 33

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস কাউন্টার দখল করা কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০টি দোকান ভাঙচুর করা হয়েছে। গত শনিবার (৩০ নভেম্বর) রাতে ভাঙ্গা উত্তরপাড় গোলচত্বরসংলগ্ন হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত কোনো পক্ষের মামলা হয়নি বলে পুলিশ নিশ্চিত করেন।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর বাস কাউন্টার দখলে নেন ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্সীর চাচাতো ভাই ফারুক মুন্সী গ্রুপ।

গত কয়েক দিন ধরে ভাঙ্গা পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান পান্নার ভাতিজা মাহফুজ আরেকটি ভাসমান কাউন্টার স্থাপন করেন। গত শনিবার পান্না গ্রুপের কাউন্টার ভাঙচুর করলে উত্তেজনার সৃষ্টি হয়। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলতে থাকে। এ সময় সংঘর্ষ বিশাল আকারে রূপ নেয়। তখন এলাকাভিত্তিক সংঘর্ষ জড়িয়ে পড়ে। ফারুক মুন্সীর সঙ্গে যোগ দেয় বইশাখালি গ্রাম এবং পান্না গ্রুপের সঙ্গে যোগ দেয় পশ্চিম হাসামদিয়া, নুরপুর ও হাজরাহাটি গ্রামের কিছু অংশ। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাঙ্গা থানার ওসি মোকসেদুর রহমান জানান, বাসস্ট্যান্ডে কাউন্টার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। থানায় দুপক্ষের নেতারা এসেছিলেন। তারা নিজেরাই মীমাংসা করবেন বলে জানিয়েছেন। কোনো অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Read Entire Article