বাসচাপায় পথচারী নিহত, বাসে আগুন দিল বিক্ষুব্ধরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় নিয়ন্ত্রণহীন যাত্রীবাহী বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা ওই বাসে আগুন দিয়েছে।  বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত মো. সিরাজুল হক (৭৮) কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের মহিচাইল গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজুল হক চান্দিনা থেকে কাবিলা এলাকায় আসেন। মহাসড়ক পারাপারের সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা গৌরীপুরগামী নিউ একতা পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে বাসটির পিছু ধাওয়া করে। পরে কোরপাই এলাকায় বাসটিকে আটক করে যাত্রীদের নামিয়ে বিক্ষুব্ধ জনতা বাসটিতে অগ্নিসংযোগ করে। আগুনের ঘটনায় বাসটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় মহাসড়কের দুই পাশে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।  খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি সেনাবাহিনীর একটি দল ও ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার প

বাসচাপায় পথচারী নিহত, বাসে আগুন দিল বিক্ষুব্ধরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় নিয়ন্ত্রণহীন যাত্রীবাহী বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা ওই বাসে আগুন দিয়েছে।  বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত মো. সিরাজুল হক (৭৮) কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের মহিচাইল গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজুল হক চান্দিনা থেকে কাবিলা এলাকায় আসেন। মহাসড়ক পারাপারের সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা গৌরীপুরগামী নিউ একতা পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে বাসটির পিছু ধাওয়া করে। পরে কোরপাই এলাকায় বাসটিকে আটক করে যাত্রীদের নামিয়ে বিক্ষুব্ধ জনতা বাসটিতে অগ্নিসংযোগ করে। আগুনের ঘটনায় বাসটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় মহাসড়কের দুই পাশে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।  খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি সেনাবাহিনীর একটি দল ও ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার ওসি আবদুল মুমিন বলেন, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে। আগুনে পুড়ে যাওয়া বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow