বাসচাপায় প্রাণ গেল মা-ছেলের
হবিগঞ্জের নবীগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দিনারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা থেকে সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি বাস মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দিনারপুর এলাকায় রাস্তার পাশের পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা-ছেলে নিহত হন। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে নিয়ে আসে।
ওসি আবু তাহের বলেন, নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। এ ঘটনায় আইন ব্যবস্থা নেওয়া হবে।