বাসচাপায় সাবেক পুলিশ কর্মকর্তা নিহত 

4 weeks ago 15

বগুড়ার শিবগঞ্জ থানার সাবেক ওসি মোকাদ্দেম হোসেন (৬৫) বাস চাপায় নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বের) সন্ধ্যা ৬টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের শিবগঞ্জ উপজেলার মোকামতলার মুরাদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মোকাদ্দেম হোসেনের বাড়ি দিনাজপুর জেলায়। তিনি বর্তমানে বগুড়া শহরের জলেশ্বরীতলায় পরিবারসহ স্থায়ীভাবে বসবাস করতেন। বর্তমানে তিনি অবসরে ছিলেন।

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুস শাকুর কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার মোটরসাইকেল নিয়ে তিনি দিনাজপুর থেকে বগুড়া শহরে আসার পথে বগুড়া-রংপুর মহাসড়কের মুরাদপুর নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে পেছন থেকে আসা বগুড়াগামী একটি বাস তাকে পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসটি আটক করা যায়নি।

Read Entire Article