সড়ক দুর্ঘটনায় সিআরপি নার্সিং শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দ্বিতীয় দিনের মতো সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। অবরোধের কারণে মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। হঠাৎ অবরোধে আটকে পড়ে দুর্ভোগের কবলে পড়েছেন দূরপাল্লার বাসযাত্রীরা।
শনিবার (২১ ডিসেম্বর) ঢাকার মহাসড়কের সাভারের পাকিজা পয়েন্টে ঠিকানা পরিবহনের বাসচাপায় নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার নিহতের ঘটনায় আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
নিহত প্রত্যয় সরকার ছিলেন সিআরপি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থী। সে মেহেরপুর জেলার গাংনি থানার জনাতন সরকারের ছেলে।
নার্সিং ছাত্র সমাজের ব্যানারে সোমবার (২৩ ডিসেম্বর) সকালে ক্লাস ও পরীক্ষা বর্জন করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে নামেন সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীরা। মিছিল নিয়ে ঢাকার মহাসড়কের শিমুলতলায় অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল।
এ সময় জড়িত বাসচালক ও হেলপারের গ্রেপ্তারসহ সড়ক শৃঙ্খলায় ছয় দফা দাবি জানান তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল।