বাসরঘর থেকে গ্রেপ্তার যুবক

3 hours ago 4

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে বাসরঘর থেকে আবুল কালাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) গ্রেপ্তার করা হয় তাকে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) তাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার উচাখিলা ইউনিয়নের হরিয়াখালী গ্রামের আব্দুস সালামের ছেলে আবুল কালাম প্রতিবেশী এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে একাধিকবার অন্তরঙ্গ হন তিনি। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তরুণী। 

বিষয়টি এলাকায় জানাজানির পর কালাম পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার নাওড়া গ্রামের এক তরুণীকে বিয়ে করেন। কালামের বিয়ের খবরে ভুক্তভোগীর বাবা মেয়েকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার অভিযোগে ঈশ্বরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ রাতেই কালামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। 

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে নববধূকে নিয়ে কালাম যখন বাসর ঘরে প্রবেশ করে, ঠিক সেই মুহূর্তে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, ধর্ষণে অভিযুক্ত কালামকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে পাঠানো হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

Read Entire Article