বাসশূন্য গাবতলী টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল

3 months ago 12

গাবতলীমুখো মানুষের ঢল নেমেছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিনের প্রথম দিনে গাবতলী ও কল্যাণপুর এলাকার বাস কাউন্টারগুলোতে উপচেপড়া ভিড়। কল্যাণপুরে টিকিট না পেয়ে গাবতলীতে মানুষের চাপ বেড়েছে। সড়কে যানজট, ফুটপাতে মানুষের জট, সঙ্গে যুক্ত হয়েছে কোরবানির গরুর চাপ। এক বিতিকিচ্ছিরি অবস্থা।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব এলাকায় অবস্থান করে রাজধানীর গাবতলী ও কল্যাণপুর এলাকায় যানজটের তিনটি কারণ খুঁজে পাওয়া গেছে।

দিনভর দেখা যায়, গাবতলী টার্মিনাল ফাঁকা। টার্মিনালের ভেতরে তেমন গাড়ি যায় না। সব গাড়ি রাস্তায় যাত্রী ওঠানামা করে। যানজটের মূল কারণ এটি। এর বাইরে গাবতলী পশুরহাটগামী ট্রাক ও ছোট ছোট পিকআপভ্যান বেশ চাপ বাড়াচ্ছে সড়কে। এছাড়া গরু কিনে হাতে করেই সড়কে ফুটপাতে যে যেখান দিয়ে পারছে যাচ্ছে। এসব কারণে পুরো গাবতলী এলাকা অচল অবস্থা।

বাসশূন্য গাবতলী টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল

আতিকুর রহমান নামের এক যাত্রী বলেন, আমি সকালে এসেছি। টিকিট না পাওয়ায় যেতে পারছি না। আমার মতো বহু লোক টিকিট না পেয়ে অপেক্ষায় আছে। মানুষেরও তো একটা চাপ আছে, এরমধ্যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহন, গরুর চাপে জট তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী প্রাণপণ চেষ্টা করলেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। হাজার হাজার লোকের ভিড়ে কে শোনে কার কথা।

যানজটের এমন চিত্রের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে স্বাভাবিক রাখতে। সড়কে গাড়ির চাপ, মানুষের চাপ এবং বৃষ্টির ফলে কিছুটা যানজট আছে।

এসইউজে/এমএএইচ/এমএস

Read Entire Article