বাসার ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

2 months ago 9

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলের কেরানীপাড়া মোড় এলাকায় একটি বাসার ১২ তলার ছাদ থেকে পড়ে আদিব (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় এই ‍দুর্ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

আদিব স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলার শেরপুর থানার খন্দকার পাড়া এলাকায়। তার বাবার নাম আমিনুল ইসলাম। পরিবারের সঙ্গে আদিব যাত্রাবাডীর মাতুয়াইলের কেরানীপাড়া মোড় এলাকার একটি বাসা ভাড়া থাকত।

আদিবের ভাই রেদওয়ান ফাহিম বলেন, আজ বিকেলে আমাদের পোষা বিড়ালকে খোঁজার জন্য ১২ তলার ছাদে যায় সে। খোঁজাখুঁজি করার পর না পেয়ে ওপর থেকে নিচে তাকিয়ে দেখার সময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যায় আদিব। পরে আমরা দেখতে পেয়ে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কাজী আল আমিন/এমআইএইচএস

Read Entire Article