বাসায় সিংহের বাচ্চা রাখায় পাকিস্তানে ইউটিউবার গ্রেফতার

2 weeks ago 6

পাকিস্তানে রজব বাট নামের এক ইউটিউবারকে গ্রেফতার করা হয়েছে। আগ্নেয় অস্ত্র প্রদশর্ন ও অবৈধভাবে বাসায় একটি সিংহের বাচ্চা রাখায় তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, পাবলিক স্থানে আগ্নেয় অস্ত্র প্রদর্শন ও অবৈধভাবে সিংহের বাচ্চা থাকার খবরেরভিত্তিতে কর্তৃপক্ষ তার বাসায় অভিযান চালায়।

সূত্র জানিয়েছে, বিবাহের সময় উপহার হিসেবে পাওয়া একটি সিংহের বাচ্চা বাসায় রেখে তিনি বন্যপ্রাণী আইন ভঙ্গ করেছেন।

অভিযান চালানোর সময় সিংহের বাচ্চার পাশাপাশি তার বাসায় একটি অবৈধ আগ্নেয় অস্ত্র পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রজব বাটের ফলোয়ারের সংখ্যা ১১ লাখ ও ইউটিউবে ৪০ লাখের বেশি সাবসক্রাইবার রয়েছে।

সম্প্রতি জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন করে আলোচনায় আসেন সামাজিক যোগাযোগমাধ্যমে তারকা বনে যাওয়া এই ইউটিউবার।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

এমএসএম

 

 

Read Entire Article