বাড়ল আকরিক লোহার দাম
বিশ্ববাজারে দুই দফা আকরিক লোহার দাম কমার পর এবার বেড়েছে। দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি টন ৭৮৩.৫ ইউয়ানে (প্রায় ১০৯ ডলার)।
বিজনের রেকর্ডের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২১ আগস্ট) চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে আকরিক লোহার দাম বেড়ে হয়েছে ৭৭২ দশমিক ৫ ইউয়ান (১০৭ ডলার ১৪ সেন্ট)। এর আগে, প্রতি টনের দাম ছিল ৭৬৯ দশমিক ৫ ইউয়ানে (১০৭ ডলার ১৪ সেন্ট)। সে হিসেবে দশমিক ৯৮ শতাংশ বেড়েছে আকরিক লোহার দাম। এ সময় সিঙ্গাপুর এক্সচেঞ্জে সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে আকরিক লোহার দাম দশমিক ৫৫ শতাংশ কমে প্রতি টনের মূল্য নির্ধারণ হয়েছে টনপ্রতি ১০১ দশমিক ৩ ডলার।
খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, চীনের উত্তরাঞ্চলে সেপ্টেম্বরে সামরিক কুচকাওয়াজ উপলক্ষে উৎপাদন নিয়ন্ত্রণ এবং অন্যান্য দেশে ইস্পাতের চাহিদা কমে যাওয়ার আভাস ধাতুটির বাজারদরের এই অবস্থা।