বান্দরবানের লামায় খ্রিস্টানদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও মেহেরপুরে যিশু খ্রিস্টের প্রতিকৃতি ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন।
শনিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক স্বপন রোজারিও স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ডিসেম্বর রাতে বান্দরবান জেলার লামা উপজেলার ১৭টি খ্রিস্টান পরিবারের সদস্যরা যখন চার্চে প্রার্থনারত ছিলেন তখন তাদের বাড়ি-ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা এবং ২৭ ডিসেম্বর রাতে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের রতনপুর গ্রামের পিন্টু মন্ডলের বাড়ির সামনে নির্মিত যিশু খ্রিস্টের জন্মোৎসবের প্রতিকৃতি ভাঙচুরের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন।
অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও এবং মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া এক যুক্ত বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তারা বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলদেশে এ ধরনের অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত ঘটনা অনভিপ্রেত। যারা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা।
এ ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন দাবি জানিয়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন তারা।