বাড়ি থেকে ডেকে নিয়ে মাদরাসাছাত্রকে পুকুরে ফেলে হত্যা

2 months ago 33

ঝিনাইদহে পুকুর থেকে সাফ উয়ান ইসলাম (৬) নামে এক মাদারাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৮ টার দিকে সদর উপজেলার শিকারপুর গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাফ উয়ান ইসলাম ওই গ্রামের জামমিম হোসেন সবুজের ছেলে। স্থানীয় ফাতেমা মিজান হাফেজিয়া মাদরাসার ছাত্র ছিল সে।

এ ঘটনায় ওই মাদরাসার হেফজ বিভাগের অপর ছাত্র সোহান মাহমুদকে (১৬) আটক করা হয়। সোহান শিকারপুর মধ্যপাড়ার মৃত ইসলাম হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে সোহান বাড়ি থেকে শিশু সাফ উয়ানকে ডেকে নিয়ে যায়। এরপর সন্ধ্যায় বাড়ি না ফিরলে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে গ্রামের গুরোরভিটা পুকুরে সাফ উয়ানের দেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার সেকেন্ড অফিসার (উপ-পরিদর্শক) শরিফুল ইসলাম শরিফ জানান, প্রাথমিক তদন্তে শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহান স্বীকার করেছে বিভিন্ন স্থানে সাইকেলে ঘুরিয়ে ঘুরিয়ে সন্ধ্যায় ধাক্কা দিয়ে সাফ উয়ানকে পুকুরে ফেলে দেয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জেসমিন সুলতানা জানান, সাফ উয়ানকে হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/জেআইএম

Read Entire Article