ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙার সময় অশালীন মন্তব্য করে আমজনতার তোপের মুখে পড়েছেন এক নারী। যদিও তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, এই নারী হঠাৎ করে করে এসে বলেন, এসব ভাঙার কি দরকার আছে কোনো? আওয়ামী লীগ করেছে, তাই আপনারাও করবেন? সমঝোতা করা যায় না?
তারা আরও জানান, এই নারী অশালীন ভাষায় গালিগালাজ করেছেন। যারা ভাঙছে তাদেরকে গালি দিয়েছেন। এরপর উত্তেজিত জনতা তাকে ওই জায়গা থেকে তাড়িয়ে দেন। তোপের মুখে পড়ে ওই নারী হোঁচট খেয়ে পড়ে যান।
জাহিদুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, তাকে চলে যেতে বলেছি। এরপরেও তিনি একের পর এক কথা বলে যাচ্ছেলেন। আর গালি দিচ্ছিলেন। এরপর মানুষ তাকে তাড়া দেয়। পরবর্তীতে ওই নারীকে কিছু মানুষ ঘিরে ধরে অন্যত্র সরিয়ে নিয়ে যান।
আরএএস/এএমএ/এএসএম