বায়ার্নের বিপক্ষে ঐতিহাসিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেনফিকা

2 months ago 6

বায়ার্ন মিউনিখের বিপক্ষে ঐতিহাসিক জয়ে পেয়েছে বেনফিকা। ১-০ ব্যবধানের জয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন প্রথম রাউন্ড শেষ করেছে পর্তুগিজ ক্লাবটি।

নিজেদের ইতিহাসে এই প্রথমবার বায়ার্নের বিপক্ষে কোনো ম্যাচ জিতলো বেনফিফা। গতকাল মঙ্গলবার তীব্র গরমের মধ্যে প্রথমার্ধেই ফল নির্ধারণী গোলটি করেন বেনফিকার আন্দ্রেয়াস শেলডেরুপ ।

শেষ ষোলোতে চেলসি অথবা স্পোর্টিভ ডে তিউনিসের মুখোমুখি হবে বেনফিকা। অন্যদিকে রানার্স আপ হয়ে গ্রুপ পর্ব শেষ করা বায়ার্নকে এখন গ্রুপ ‘ডি’ এর শীর্ষ দল ফ্লামেঙ্গোর বিপক্ষে লড়তে হবে।

বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি ম্যাচ শেষে ডিএজেডএনকে বলেন, ‘প্রথমার্ধ একেবারেই ভালো ছিল না। মাঠ ও গরমের কারণে আমি আশঙ্কা করছিলাম যে খেলা স্বাভাবিক ছন্দে চলবে না।’

তিনি আরও বলেন, ‘এটাই ফুটবল। আপনি যদি সুযোগ নষ্ট করেন, তার মূল্য দিতে হবে... ফ্লামেঙ্গোর বিপক্ষে কঠিন লড়াই হবে। তবে আমরা জানি আমরা সুযোগ তৈরি করতে পারি।’

ম্যাচের ১৩ মিনিটে ফ্রেডরিক আওরসনেসের নিচু ক্রস ধরে প্রথম টাচেই গোল করেন শেলডেরুপ। বায়ার্নের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়েই গোলটি করেন তিনি।

আগেই পরবর্তী রাউন্ড নিশ্চিত করা বায়ার্ন বেঞ্চ টিম নামায়। যে কারণে খেলায় তেমন গতি ছিল না। দ্বিতীয়ার্ধে কিছুটা উন্নতি করলেও জশুয়া কিমিচের গোল অফসাইডের কারণে বাতিল হয়। হ্যারি কেইন অফসাইডে ধরা পড়েন।

বেনফিকার গোলরক্ষক আনাতোলি ট্রুবিন দারুণ পারফরম্যান্স করেন এবং বায়ার্নের আলেকজান্ডার পাভলোভিচ ও লেরয় সানের গোল প্রতিরোধ করেন। যার পুরস্কার হিসেবে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন ট্রুবিন।

বেনফিকা কোচ ব্রুনো লাজে জানান, বায়ার্নের বিপক্ষে ইতিহাসে জয় না থাকলেও (তিনটি ড্র ও ১০টি পরাজয়) দলটি আত্মবিশ্বাস নিয়ে খেলতে নেমেছিল।

লাজে বলেন, ‘প্রথমার্ধে আমরা খুব ভালো খেলেছি, গোল করার জন্য সবচেয়ে বেশি সুযোগ আমরাই তৈরি করেছি। আমরা আক্রমণাত্মক হতে চেয়েছিলাম এবং গ্রুপে প্রথম হয়েছি—এটা আমাদের জন্য অনেক কিছু বোঝায়। কেউই বিশ্বাস করেনি আমরা বায়ার্নকে হারাতে পারবো।’

এমএইচ/এএসএম

Read Entire Article