বায়ুদূষণ থেকে রক্ষা পেতে সতর্কতামূলক পরামর্শ

1 day ago 6
বায়ুদূষণ থেকে রক্ষা পেতে পরিবেশ অধিদপ্তর বিশেষ সতর্কতামূলক পরামর্শ দিয়েছে। রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকার জনসাধারণকে দূষণ থেকে রক্ষা পেতে বাইরে যাওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান করা এবং অতি প্রয়োজন ছাড়া সংবেদনশীল ব্যক্তিদের (অসুস্থ, বৃদ্ধ, শিশু) বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। বুধবার (০৫ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই শুষ্ক মৌসুমে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকার বায়ুমান মাঝে মাঝেই অস্বাস্থ্যকর থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তরের সার্বক্ষণিক বায়ুমান মনিটরিং কেন্দ্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের ওয়েবসাইট (https://doe.portal.gov.bd/)-তে এয়ার কোয়ালিটি ইনডেস্ক (একিউআই) নিয়মিত প্রকাশ করা হচ্ছে। একিউআই প্রতি ঘণ্টায় পরিবর্তিত হয়। আজ ৫ ফেব্রুয়ারি সকাল ১১টার রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকার বায়ুমান (একিউআই-২৫০)। যা খুব অস্বাস্থ্যকর অবস্থায় পৌঁছেছে। এ প্রেক্ষাপটে ঢাকাসহ আশেপাশের এলাকার জনসাধারণকে এ পরামর্শ প্রদান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Read Entire Article