বিআইএফ’র সভাপতি বিএম ইউসুফ আলী, মহাসচিব শফিক শামীম

3 hours ago 6

বেসরকারি খাতের লাইফ ও নন-লাইফ বিমা কোম্পানির মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলী। আর মহাসচিব নির্বাচিত হয়েছেন সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিক শামীম।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সংগঠনটির ২০২৫-২০২৬ মেয়াদের জন্য ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে নির্বাচন কমিশন। 

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলী পুনরায় সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন। আর সেক্রেটারি নির্বাচিত হয়েছেন সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিক শামীম। 

এর আগে ২ ফেব্রুয়ারি এই নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুসারে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় চূড়ান্ত প্রার্থী তালিকার ১৭ সদস্যকে নির্বাচিত ঘোষণা করে কমিশন। 

বিআইএফ’র কার্যকরী নির্বাহী পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন।

যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান ও বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নূরে আলম সিদ্দিকী। ফাইন্যান্স সেক্রেটারি হয়েছেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুন্সী মো. মনিরুল আলম। 

অর্গানাইজিং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন ও রিপাবলিক ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এ কে এম সারোয়ার জাহান জামীল। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মতিন সরকার নির্বাচিত হয়েছেন অফিস সেক্রেটারি।  

এক্সিকিউটিভ মেম্বার নির্বাচিত হয়েছেন- এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইমাম শাহীন, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররাম দান্তগীর, ইস্টার্ন ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক, ঢাকা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বায়েজিদ মুজতবা সিদ্দিকী, সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরুল আলম চৌধুরী, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম ফারুক এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সামছুল আলম।

এমএএস/এমআরএম

Read Entire Article