বিইউএফটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে ১৪ ও ১৫ জানুয়ারি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে বিইউএফটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট ২০২৬। বিজিএমইএ, কেডিএস ও প্রাইম ব্যাংকের পরিবেশনায় আয়োজিত এ ফেস্টে সার্বিক সহযোগিতায় ছিল সেন্ট্রো, ফ্যাশন স্টেপ গ্রুপ, ফকির ফ্যাশন, শিন শিন গ্রুপ, এফপিজি ও মাসকো গ্রুপ, অকো-টেক্স গ্রুপ, আরএইচ করপোরেশন এবং এশিয়ান অ্যাপারেলস লিমিটেড। শিক্ষা ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের লক্ষ্যে আয়োজিত এ ফেস্টে নিয়োগদাতা ও চাকরিপ্রার্থীদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি করা হয়। এতে ৩০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ফেস্টে ১০ হাজারের বেশি চাকরিপ্রার্থী এবং প্রায় ৪০ হাজার দর্শনারীর সমাগম ঘটে। চাকরিপ্রার্থীরা সরাসরি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ, অন-দ্য-স্পট সাক্ষাৎকার প্রদানসহ ক্যারিয়ার উন্নয়ন ও শিল্পখাতের প্রস্তুতি বিষয়ক বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার এবং প্যানেল আলোচনায় অংশ নেন। বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসডিএ’র নি

বিইউএফটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে ১৪ ও ১৫ জানুয়ারি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে বিইউএফটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট ২০২৬। বিজিএমইএ, কেডিএস ও প্রাইম ব্যাংকের পরিবেশনায় আয়োজিত এ ফেস্টে সার্বিক সহযোগিতায় ছিল সেন্ট্রো, ফ্যাশন স্টেপ গ্রুপ, ফকির ফ্যাশন, শিন শিন গ্রুপ, এফপিজি ও মাসকো গ্রুপ, অকো-টেক্স গ্রুপ, আরএইচ করপোরেশন এবং এশিয়ান অ্যাপারেলস লিমিটেড।

শিক্ষা ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের লক্ষ্যে আয়োজিত এ ফেস্টে নিয়োগদাতা ও চাকরিপ্রার্থীদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি করা হয়। এতে ৩০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ফেস্টে ১০ হাজারের বেশি চাকরিপ্রার্থী এবং প্রায় ৪০ হাজার দর্শনারীর সমাগম ঘটে। চাকরিপ্রার্থীরা সরাসরি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ, অন-দ্য-স্পট সাক্ষাৎকার প্রদানসহ ক্যারিয়ার উন্নয়ন ও শিল্পখাতের প্রস্তুতি বিষয়ক বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার এবং প্যানেল আলোচনায় অংশ নেন।

বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসডিএ’র নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিকেএমইএ’র প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম, বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, বিজিএমইএ’র পরিচালক নাফিস উদ দৌলা ও মোহাম্মদ সোহেল, আইটিইটি’র চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সেলিম, সুইসটেক্স লিমিটেডের চেয়ারম্যান শিব্বির মাহমুদ, আইটিইটি অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক এহসানুল করিম কায়সার এবং প্রাইম ব্যাংক পিএলসি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম. এম. মাহবুব হাসান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিইউএফটি’র উপদেষ্টা অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। এছাড়াও বক্তব্য রাখেন বিইউএফটি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, ক্লাবের উপদেষ্টা মো. আব্দুল মুকিত, ক্লাবের প্রেসিডেন্ট আবিদ হোসেন এবং ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ ফানতাসি।

বক্তব্যে অতিথিরা বর্তমান প্রতিযোগিতামূলক বৈশ্বিক কর্মবাজারে ইংরেজি ভাষায় দক্ষতা, নেতৃত্বগুণ এবং পরিবর্তনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, কেবল সনদ বা ডিগ্রি দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য যথেষ্ট নয়; পেশাগত জীবনে নেতৃত্ব দিতে হলে কার্যকর যোগাযোগ দক্ষতা অপরিহার্য।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করে চ্যানেল ২৪, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দৈনিক কালের কণ্ঠ, রেডিও টুডে, দ্য ডেইলি ক্যাম্পাস, টেক্সটাইল ফোকাস এবং টেক্সটাইল টুডে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow