বিইউবিটি ইন্টার ইউনিভার্সিটি কোলাবরেটিভ প্রোগ্রামিং কনটেস্টে চ্যাম্পিয়ন গ্রিন ইউনিভার্সিটি

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের (GUB) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের শিক্ষার্থীরা আবারও তাদের মেধা, যোগ্যতা এবং একাডেমিক উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। গত ২৯ নভেম্বর অনুষ্ঠিত BUBT Inter University Collaborative Programming Contest (BIUCPC) 2025-এ অংশ নিয়ে GUB Team “GreenForces” চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দেশের ১৪টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৮০টিরও বেশি শক্তিশালী দলকে পেছনে ফেলে এই উল্লেখযোগ্য বিজয় অর্জন করেছে গ্রিন ইউনিভার্সিটি। গ্রিন ইউনিভার্সিটির CSE বিভাগের শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্য সম্ভব হয়েছে আধুনিক পাঠ্যক্রম, অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর নিবিড় তত্ত্বাবধান এবং শিক্ষার্থীদের নিরলস পরিশ্রমের সমন্বয়ে। সমস্যা সমাধান দক্ষতা, যৌক্তিক বিশ্লেষণ, উদ্ভাবনী চিন্তা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তৈরির মাধ্যমে CSE বিভাগ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের প্রযুক্তি এবং প্রতিযোগিতার জন্য প্রস্তুত করে আসছে। এরই ধারাবাহিকতায় `GreenForces' দলটি কঠিন প্রতিযোগিতার মধ্যেও সেরা পারফরম্যান্স প্রদর্শন করে চ্

বিইউবিটি ইন্টার ইউনিভার্সিটি কোলাবরেটিভ প্রোগ্রামিং কনটেস্টে চ্যাম্পিয়ন গ্রিন ইউনিভার্সিটি

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের (GUB) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের শিক্ষার্থীরা আবারও তাদের মেধা, যোগ্যতা এবং একাডেমিক উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। গত ২৯ নভেম্বর অনুষ্ঠিত BUBT Inter University Collaborative Programming Contest (BIUCPC) 2025-এ অংশ নিয়ে GUB Team “GreenForces” চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

দেশের ১৪টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৮০টিরও বেশি শক্তিশালী দলকে পেছনে ফেলে এই উল্লেখযোগ্য বিজয় অর্জন করেছে গ্রিন ইউনিভার্সিটি।

গ্রিন ইউনিভার্সিটির CSE বিভাগের শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্য সম্ভব হয়েছে আধুনিক পাঠ্যক্রম, অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর নিবিড় তত্ত্বাবধান এবং শিক্ষার্থীদের নিরলস পরিশ্রমের সমন্বয়ে। সমস্যা সমাধান দক্ষতা, যৌক্তিক বিশ্লেষণ, উদ্ভাবনী চিন্তা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তৈরির মাধ্যমে CSE বিভাগ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের প্রযুক্তি এবং প্রতিযোগিতার জন্য প্রস্তুত করে আসছে। এরই ধারাবাহিকতায় `GreenForces' দলটি কঠিন প্রতিযোগিতার মধ্যেও সেরা পারফরম্যান্স প্রদর্শন করে চ্যাম্পিয়ন হয়েছে।

বিজয়ী দলের সদস্যরা হলেন- মাহফুজ বিন মিনহাজ, মো. হোসাইন রোহমান নয়ন এবং রুহান আজাদ। প্রতিযোগিতা চলাকালে দলটি তাদের দক্ষতা, মনোযোগ এবং দলগত সমন্বয়ের মাধ্যমে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে বিচারকদের মুগ্ধ করেছে।

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ সবসময় প্রযুক্তিনির্ভর শিক্ষা, গবেষণা ও প্রতিযোগিতামূলক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের পাশে থাকে। বিশ্ববিদ্যালয় বিশ্বাস করে, সঠিক পরিবেশ, মানসম্মত দিকনির্দেশনা এবং আধুনিক সুবিধা পেলে শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অসাধারণ সফলতা অর্জন করতে পারে। BIUCPC 2025-এ এই চ্যাম্পিয়নশিপ অর্জন সেই বিশ্বাসেরই শক্তিশালী প্রমাণ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow