বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর স্পোর্টস কমপ্লেক্সে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘বিইউবিটি স্পোর্টস উইক ও ডিনস’ কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫’-এর ফাইনাল পর্ব। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রাণবন্ত অংশগ্রহণে এক আনন্দঘন ও ক্রীড়া-মনোভাবপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় দিনব্যাপী এই আয়োজন।
দিনের প্রথম ম্যাচে সকাল ৯টায় অনুষ্ঠিত নারী বিভাগের ফাইনালে ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস দল প্রতিদ্বন্দ্বী ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ-কে হারিয়ে শিরোপা জিতে নেয়। সকাল ১১টায় অনুষ্ঠিত ফ্যাকাল্টি ও স্টাফ বিভাগের ফাইনালে স্টাফ টিম জয় পায় ফ্যাকাল্টি অব ল-কে পরাজিত করে। বিকেলে পুরুষ বিভাগের ডিনস’ কাপ ফাইনালে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগ ইংরেজি বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
দিনের শেষভাগে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি’র উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী। বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে পুরস্কার তুলে দিয়ে তিনি বলেন, ‘খেলাধুলা বিশ্ববিদ্যালয় জীবনের অবিচ্ছেদ্য অংশ; এটি দলগত কাজ, শৃঙ্খলা ও নেতৃত্ব শেখায়।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সদস্য ও ট্রাস্ট ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড স্পোর্টস অ্যাডভাইজরি কমিটির উপদেষ্টা জনাব শিহাব রিজওয়ান, যিনি বলেন, ‘শিক্ষার্থী ও শিক্ষকদের নিষ্ঠা ও উদ্দীপনা প্রশংসনীয়। এমন আয়োজন ঐক্য ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলে।’
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সদস্য প্রফেসর মিয়া লুৎফর রহমান ও রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ।
সপ্তাহব্যাপী এই ক্রীড়া উৎসবের সার্বিক আয়োজন ও সমন্বয়ের দায়িত্ব পালন করে বিইউবিটি স্পোর্টস ক্লাব, যারা শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণকে পরিণত করেছে এক প্রাণবন্ত ক্রীড়াঙ্গনে।

3 weeks ago
18








English (US) ·