বিএটিসিতে ‘শহীদ ওমর নুরুল আবসার অ্যাওয়ার্ড’ চালু করল বিমান

1 month ago 10

বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেইনিং সেন্টারের (বিএটিসি) এয়ারক্রাফট মেইন্টেনেন্স ইঞ্জিনিয়ারিং কোর্সের এক শিক্ষার্থীকে ‌‘শহীদ ওমর নুরুল আবসার অ্যাওয়ার্ড- ২০২৫’ দেওয়া হয়েছে। অ্যাওয়ার্ডপ্রাপ্ত ওই শিক্ষার্থীর নাম সাজ্জাদ হোসেন সাব্বির।

সোমবার (৪ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ালাইন্সের উদ্যোগে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ‘এয়ারক্রাফট মেইন্টেনেন্স ইঞ্জিনিয়ারিংয়ের’ শিক্ষার্থী ওমর নুরুল আবসারের স্মরণে এই অ্যাওয়ার্ডটি চালু করা হয়েছে।

বিএটিসিতে ‘শহীদ ওমর নুরুল আবসার অ্যাওয়ার্ড’ চালু করল বিমান

অনুষ্ঠানে ওমরের মা ওই শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন। পরে শহীদ ওমরের মা এবং ভাইকে বিমানের পক্ষ থেকে ঢাকা-চট্টগ্রামের এয়ার টিকিট উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান ঘোষণা করেন, প্রতি বছর এয়ারক্রাফট মেইন্টেনেন্স ইঞ্জিনিয়ারিংয়ের একজন মেধাবী শিক্ষার্থীকে ‘শহীদ ওমর নুরুল আবসার অ্যাওয়ার্ড’ দেওয়া হবে।

এমএমএ/কেএইচকে/এমআরএম/জেআইএম

Read Entire Article