বিএনপি অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স : খায়রুল কবির

7 hours ago 6

বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, অপরাধীরা যে দলেরই হোক না কেন তাদের চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। বিএনপি সবসময় অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স।

প্রশাসনকে উদ্দেশ করে তিনি বলেন, আলোকবালীতে পর পর অনাকাঙ্ক্ষিতভাবে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এ ঘটনা যারাই ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনতে হবে, কারও পক্ষপাতিত্ব করা চলবে না।

শনিবার (১৮ অক্টোবর) নরসিংদী সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকবালী ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক, নরসিংদী জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূইয়া, জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম আমির প্রমুখ।

আলোকবালী ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলোকবালী ইউনিয়নে সব অবৈধ অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার, সন্ত্রাসী-খুনিদের গ্রেপ্তার, জনগণের জানমালের নিরাপত্তা বিধান, এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের মান উন্নয়ন, জনগণের যাতায়াতের সুবিধার্থে নদীতে ব্রিজ নির্মাণ, নৌ-পথে চলাচলের জন্য নৌকাতে পরিচয়পত্র, স্পিডবোট চলাচলের জন্য লাইসেন্স প্রদানসহ কতিপয় প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। 

এ ছাড়া ইদানীং আলোকবালীতে তিনটি মর্মান্তিক হত্যাকাণ্ডের জন্য গভীর দুঃখ প্রকাশ করা হয়। এ ধরনের হত্যাকাণ্ড আর কখনো যেন না ঘটে সে জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান এলাকাবাসী।

Read Entire Article